E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৪০ সংখ্যা / ২১ মে, ২০২১ / ৬ জ্যৈষ্ঠ, ১৪২৮

সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান


নিজস্ব সংবাদদাতাঃ বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় গত ১৬ মে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। করোনা আক্রান্ত হয়ে তিনি প্রায় একমাস চিকিৎসাধীন ছিলেন। এদিন রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে।

জি ২৪ ঘণ্টা নিউজ চ্যানেলের চিফ এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে সংবাদ জগতের পাশাপাশি অন্যান্য মহলেও শোকের ছায়া নেমে আসে। তিনি রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী অঞ্জন বন্দোপাধ্যায় সাংবাদিকতার জগতে কাজ করেছেন তিন দশকেরও বেশি সময়। সাংবাদিকতা জীবনের প্রথম দিকে আনন্দবাজার পত্রিকার পক্ষে তিনি দিল্লিতে সাংবাদিকতার কাজ করেছেন। তারপরে ইটিভি, আকাশ বাংলা চ্যানেলে কাজ করেছেন, ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জি ২৪ ঘণ্টা নিউজ চ্যানেলেই ইনপুট এডিটর হিসাবে কাজ করেছিলেন। এরপর আনন্দবাজারের ডিজিটাল সংস্করণে কাজ করেছেন। মাস ছয়েক আগে তিনি পুনরায় জি ২৪ ঘণ্টার চিফ এডিটর পদে যোগ দেন। নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে এবং নির্ভীক-সদাহাস্যময় সাংবাদিক হিসেবে তিনি অগণিত মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। বর্তমানে তিনি বেহালার শকুন্তলা পার্কে থাকতেন। তাঁর মৃত্যুতে এদিন গণশক্তির পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে ত্রিপুরার সাংবাদিক মহল, ডেইলি দেশের কথা্র তরফ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে।