E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৪০ সংখ্যা / ২১ মে, ২০২১ / ৬ জ্যৈষ্ঠ, ১৪২৮

কমরেড জ্যোৎস্না মজুমদারের জীবনাবসান


নিজস্ব সংবাদদাতাঃ কমরেড জ্যোৎস্না মজুমদারের জীবনাবসান হয়েছে ১৩ মে। বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি রাজ্যের বামপন্থী ছাত্র-যুব আন্দোলনের নেতা প্রয়াত কমরেড দীনেশ মজুমদারের স্ত্রী। কমরেড জ্যোৎস্না মজুমদারও পার্টির রাজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত পার্টি সদস্য ছিলেন। গত ২৯ এপ্রিল কোভিড পরীক্ষায় তাঁর পজিটিভ রিপোর্ট আসে। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল। তাঁর বাড়ির অন্যান্যরাও কোভিড আক্রান্ত হন। পরে আর জি কর হাসপাতালে তাঁকে ভরতি করা হয় চিকিৎসার জন্য। এদিন সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

কমরেড জ্যোৎস্না মজুমদারের জীবনাবসানে শোকজ্ঞাপন করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, ছাত্র-যুব আন্দোলনের কিংবদন্তি নেতা দীনেশ মজুমদারের স্ত্রী ছিলেন কমরেড জ্যোৎস্না মজুমদার। তিনিও আমাদের পার্টির সদস্য ছিলেন, রাজ্য কেন্দ্রে মুজফ্‌ফর আহ্‌মদ পাঠাগারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর কন্যা ও জামাতার প্রতি সমবেদনা জানিয়ে বিমান বসু বলেছেন, পাঞ্চালি খুব ছোটো বয়সেই বাবাকে হারিয়েছিল। এখন মায়ের চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করেও মা’কে হারালো। আমি জ্যোৎস্নাদি’র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করছি এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।